আনোয়ার হোসেন,
নেছারাবাদ (পিরোজপুর)সংবাদদাতা:
নেছারাবাদে সোহাগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদকে ধরে নিয়ে গেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে সোহাগদল ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। শুক্রবার দুপুরে নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) বনি আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নেছারাবাদ থানার ডিবি পুলিশের ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, “আমরা তাকে গ্রেফতার করিনি, পিরোজপুর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।”
ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি হালদার জানান, “শুনেছি বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান আব্দুর রশিদকে নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, তা জানা যায়নি।”
নেছারাবাদ উপজেলার স্থানীয় সাংবাদিক মো. গোলাম মোস্তফা বলেন, “রাতে চেয়ারম্যানকে নিজ বাসা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। তবে কী কারণে গ্রেফতার করা হয়েছে, তা এখনো জানা যায়নি।”
পিরোজপুর জেলা ডিবি পুলিশের ইনচার্জ মিলন কুমার বলেন, “চেয়ারম্যান আব্দুর রশিদের গ্রেফতারের বিষয়ে এখনো আমার কাছে কোনো তথ্য আসেনি।”
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন বলেন, পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে নিয়ে গেছে। আমরা তাকে গ্রেফতার করিনি।
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ।।
Leave a Reply