সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস পা-লিত

সুজানগর(পাবনা)প্রতিনিধি : ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে পাবনার সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। পরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উদ্যোগে বের হওয়া র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া শিক্ষন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিক্ষন কার্ষক্রম পর্ষবেক্ষণ করেন। তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাতের মাধ্যমে অনেক জীবানু ছড়াই। এজন্য খাবারের পূর্বে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিষ্কার করতে হবে। এতে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা সম্ভব। এ সময় সুজানগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *