পাইকগাছায় নবাগত এসি-ল্যান্ড মো. ফজলে রাব্বী’র যোগদান

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. ফজলে রাব্বী। তিনি মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দের পক্ষ থেকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কে ফুলেল শুভেচ্ছান্তে সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল সহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবাগত এসিল্যান্ড মো. ফজলে রাব্বী ২০২২ সালে বিসিএস ৪০ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। ১৪ সেপ্টেম্বর তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসাবে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় যোগদান করেন। যোগদান করেই নবাগত এসিল্যান্ড মো. ফজলে রাব্বী এ প্রতিনিধির সাথে আলাপচারিতায় সেবার মানসিকতা নিয়ে পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *