ঝিনাইদহ স্ত্রী হ-ত্যার দায়ে স্বামী গ্রে-ফতার

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর এলাকায় হাইওয়ে সড়কের পাশে কাঠের দোকানের ভেতর থেকে তাসলিমা খাতুন (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধারের তিন দিন পর হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।স্বামী লাল মিয়া (৪৫) গ্রেফতার হওয়ার পর পুলিশকে জানান পারিবারিক কলহের জেরে তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন । সুত্রে জানা যায়, ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর এলাকায় হাইওয়ে সড়কের পাশে লাল মিয়ার কাঠের দোকান থেকে তাসলিমা খাতুনের লাশ উদ্ধার করা হয়। তালাবদ্ধ দোকান থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চৌকির নিচে লুকানো অবস্থায় লাশটি উদ্ধার করে। নিহতের মুখ ও গলায় পুরনো টাই বাঁধা ছিল। ঘটনার পর নিহতের ছেলে রাজন (২১) বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব আলী সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার (১৪ অক্টোবর) রাতে হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর এলাকা থেকে ঘাতক স্বামী লাল মিয়াকে গ্রেপ্তার করেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল মিয়া হত্যার দায় স্বীকার করেছেন। লাশ দোকানের চৌকির নিচে লুকিয়ে রেখে স্ত্রীর ব্যবহৃত স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যান। ওসি আরও জানান, আসামির স্বীকারোক্তি অনুযায়ী নিহতের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। কানের দুল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আতিকুর রহমান
ঝিনাইদহ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *