গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়নে বিশেষ অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত

রাজশাহী থেকেঃ মোঃ হায়দার আলীঃ রাজশাহী গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়ন ও তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ। সভায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, শামসুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি), উপজেলা অফিসারগণ আদিবাসী নেতৃবৃন্দ, এনজিও কর্মীরা এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।

সভায় মূল আলোচ্যসূচি ছিল ৯টি জনজাতির জন্য ৯টি আদর্শ গ্রাম প্রতিষ্ঠা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক মেলার আয়োজন এবং তাদের ঐতিহ্যবাহী ও ব্যবহারিক জিনিসপত্র সংগ্রহ ও সংরক্ষণ, যা জাতির পরিচয় বহন করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানান হয়, গোদাগাড়ীর ১৪টি জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনযাত্রার উন্নয়ন এবং ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া আদিবাসীদের জন্য সাংস্কৃতিক মেলা ও সংগ্রহশালা স্থাপনের মাধ্যমে তাদের সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ ও পরিচয় করিয়ে দেওয়া হবে।
উপজেলা প্রশাসন এ কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের সহযোগিতা কামনা করেছে। দেশের সার্বিক উন্নয়ন কোন গোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভাব নয়। ১৪টি জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনযাত্রার মান উন্নয়ন অবশ্যই করতে হবে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *