নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে গত সোমবার থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সব বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের অব্যাহতভাবে কর্মবিরতি চলছে। ফলে উপজেলার স্কুলকলেজে পাঠদান কার্যত যতদিন সরকার শিক্ষকদের দাবী না মানবে ততদিন ক্লাস বর্জন চলবে।
এই কর্মবিরতির ডাক দিয়েছেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অবস্থান কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আন্দোলনের নতুন ধাপ ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
রাজবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে। গত রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষকদের পিটিয়ে পুলিশ আহত করেন দাবি আদায় ও শিক্ষকদের উপর পুলিশ বলপ্রয়োগের প্রতিবাদে এ আন্দোলন চলছে।
অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনকৃত বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বলছেন, সরকার ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার অত্যন্ত অপ্রতুল ও বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা বাস্তবায়নের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নিয়ে সরকার দ্রুত প্রজ্ঞাপন জারি করবে। ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।।
কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা বলেন, আমাদের শিক্ষকদের দাবি সঙ্গতিপূর্ণ, আমরা শিক্ষকদের দাবি আদায়ের এই আন্দোলনের সাথে সহমত প্রকাশ করছি।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা উন্নীত করার আশ্বাস দিয়েছিলেন। গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়, যা শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে। যতদিন বেসরকারি শিক্ষক ২০ ভাগ বাড়ীভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ৭৫ ভাগ উৎসব ভাতার আর্দেশ জারী না করবে ততদিন শ্রেণী কার্যক্রম অব্যাহতভাবে বন্ধ
থাকবে।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।
Leave a Reply