সাভারে র‍্যাব পরিচয়ে ২৫ লাখ টাকা ডা-কাতির ঘটনায় ডিবি পুলিশের অভি-যানে ৯ জনকে গ্রে-ফতার

হেলাল শেখঃ ঢাকা জেলার সাভারে ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় শহিদুল ইসলাম ও সুমনসহ ৯ জন ভুয়া র‍্যাবকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে লুট করে নেয়া টাকার মধ্যে ৫ লাখ টাকাসহ খেলনা পিস্তল, র‍্যাবের কটি, ওয়াকিটকিসহ একটি গাড়ি জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫ইং) সকালে সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে সাভারের ভাঙা ব্রিজ এলাকা থেকে ২৫ লাখ টাকা লুট করে নেয় গ্রেফতারকৃতরা। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে তদন্তে নামে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা ডিবি পুলিশের বিশেষ একটি দল। পরে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আ. মুত্তালিব ও সহকারী উপপরিদর্শক মেহেদী মাসুদের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা রোববার বিকেলে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে প্রথমে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেন। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাজধানীর কাকরাইল থেকে গ্রেফতার করা হয় আরও ২জনকে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে লুট করা ২৫ লাখ টাকার মধ্য থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া, জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি, খেলনা পিস্তল, ওয়াকি-টকি, র‍্যাবের কটি।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে আজ দুপুরে। ডিবি পুলিশ জানায়, অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *