মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের প্রাণকেন্দ্র ডেমাজানীতে বন্দরে অবস্থিত বলিহার রাজবাড়ী খ্যাত কাচারী বাড়িতে সরকারি নির্ধারিত স্থানে ভূমি অফিস নির্মাণে বাঁধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার(১৪ অক্টোবর ২০২৫) বিকেলে ডেমাজানী কাচারী বাড়ি এলাকায় এই মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সরকারি কমরউদ্দিন ইসলামিয়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এএইচ এম শফিকুত তারিকের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আবু শাহীন সানির সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক অরুণ কুমার সরকার, প্রভাষক মাহাতাব উদ্দিন সন্টু, আমরুল ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান রাজা, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, ডা. মেহেরুল আলম মিশু, বিপুল রানা মোল্লা, এম আর মানিক, জাহিদুল ইসলাম, জহুরুল ইসলাম বিএসসি, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন টোটন, জামাল উদ্দিন, বাদশা মিয়া, আরিফ সরকার টিয়া, নাইস, রাব্বি, আব্দুর রহিম, হামিদ, রুবেল, আপেলসহ উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার অনুমোদিত জায়গায় ভূমি অফিস নির্মাণের কাজ শুরু হলে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এর বিরোধিতা করছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, সরকারি উন্নয়ন প্রকল্পে যারা বাঁধা প্রদান করছে তাদের কে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য।
বক্তারা আরও বলেন, “সরকারের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে বাঁধা সৃষ্টি করে কেউ পার পাবে না। জনগণের সেবা ও এলাকার উন্নয়নের স্বার্থে ভূমি অফিস নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।”
উল্লেখ্য, ডেমাজানী কাচারী বাড়ির সরকারি জায়গায় ভূমি অফিস নির্মাণের জন্য ইতোমধ্যে লে-আউট সম্পন্ন হয়েছে এবং শিগগিরই নির্মাণকাজ শুরুর কথা রয়েছে । মানববন্ধনে অংশ গ্রহনকারী সাধারণ মানুষের সাথে কথা বলে যায়, কিছু কুচক্রী মহল সাধারণ মানুষের সুযোগ সুবিধার কথা চিন্তা না করে তাদের ব্যাক্তিগত সার্থ হাসিল করার জন্য ভূমি অফিস নিজ এলাকায় নিয়ে যেতে চায় , তারা আরোও বলেন, আমরুল ইউনিয়নের প্রাণকেন্দ্র হলো ডেমাজানী বন্দর। যোগাযোগ ব্যস্হা থেকে শুরু করে সব দিক থেকে বিবেচনা করে ডেমাজানী তে ভূমি অফিস নির্মান করা হলে সার্বিক ভাবে সবার জন্য ভালো হবে ইনশাআল্লাহ ।এ জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা ।
Leave a Reply