রংপুরে বিএসটিআই’র উদ্যোগে পা-লিত হয়েছে বিশ্ব মান দিবস

আজ রংপুরে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব মান দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ঝযধৎবফ ঠরংরড়হ ভড়ৎ ধ ইবঃঃবৎ ডড়ৎষফ – ঝঃধহফধৎফং ভড়ৎ ঝউএং’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’। দিবসটি উপলক্ষে ১৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ, সকাল ১০.৩০ ঘটিকায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) জনাব মোঃ মজিদ আলী বিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক জনাব মোঃ রশিদুস সুলতান বাবলু এবং রংপুর ক্যাবের সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রংপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনার মোহাম্মদ রবিউল ফয়সাল। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উপপরিচালক ও অফিসপ্রধান প্রকৌঃ মুবিন-উল-ইসলাম।

রংপুর ক্যাব সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান বলেন বিএসটিআই এর স্থানীয় অফিসের মান উত্তম, আমাদের সব সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিয়ে খাদ্যদ্রব্যে ভেজাল বন্ধে কাজ করা উচিত , কোর্টে খাদ্য সমন্ধে কোন ক্রিমিনাল মামলা কেন নাই তা জানতে চান। তিনি খাদ্যকে বিশেষ ক্ষমতা আইনের আওতাভুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য সভাপতি (জেলা প্রশাসক) মহোদয়কে অনুরোধ করেন।

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক জনাব মোঃ রশিদুস সুলতান বাবলু বিভিন্ন ফলে এখনো ফরমালিন আছে কিনা তার সংশয় প্রকাশ করেন এবং ফল ও সবজির আন্তর্জাতিক বাজার দখলে বাংলাদেশের উদ্দোক্তাদের আহবান জানান।

রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি জনাব মোঃ গোলাম জাকারিয়া পিন্টু সকল স্টেকহোল্ডারদের সৎ,সচেতন এবং কর্তব্যনিষ্ঠা হওয়ার আহবান জানান।বিএসটিআই’র আরো কাজ করার অনেক ক্ষেত্র আছে। এ বিষয়ে সকলকে বিএসটিআইকে সহযোগীতা করার ব্যাপারে তাগিদ দেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) জনাব মোঃ মজিদ আলী বিপিএম বলেন শুধূমাত্র মোবাইল কোর্ট করে শৃঙ্খলা ফেরানো সম্ভব না, রন্ধে রন্ধে সমস্যা,মানসিকতায় সমস্যা । সুস্থ প্রতিযোগীতার মাধ্যমে পণ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রন করার আহবান জানান।

বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম বলেন শুধূমাত্র মোবাইল কোর্ট করে না সামাজিক আন্দোলন গড়ে তুলে ভেজাল বন্ধ করতে হবে। স্বল্প মূল্যের ভেজাল সামগ্রীর বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। শুধু বিএসটিআই’র একার পক্ষে সম্ভব নয় ,এজন্যে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।

রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল দিবস পালন করার কারণ সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন দিবস পালনের উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ তৈরি করা। । তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কি কি বিষয় বিবেচনা করে তা তুলে ধরেন।

রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি বলেন আমরা ভালো প্রতিষ্ঠানের পণ্যে খুঁজে কিনি কারণ আমাদের আস্থা আছে এসকল প্রতিষ্ঠান কোয়ালিটিতে কম্প্রমাইজ করে না । সাজা দিয়ে ভেজাল বন্ধ করা সম্ভব না সচেতনতায় তা কেবল সম্ভব। মোবাইল কোর্ট এর কাজ সাজা দেয়া নয় সংশোধন করা। উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তিনি তাদের কোয়ালিটি কন্ট্রোল এর উপর জোর দেয়ার জন্য অনুরোধ করেন।

উক্ত আলোচনা অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *