নলডাঙ্গা উপজেলা বা-লাইনাশক ব্যবসায়ী সংগঠনের কমিটি গঠন সভাপতি জামাল সাধারণ সম্পাদক পাপেল

এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গা উপজেলা বালাইনাশক ব্যবসায়ী সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জামাল হোসেন কমিশনার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পাপেল তালুকদার।

আজ সকাল ১০ ঘটিকায় উপজেলা রেজিস্ট্রারী অফিসে আলহাজ্ব আনিছুর রহমানের সভাপতিত্বে এই কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কৃষি উন্নয়ন ও ব্যবসায়ী ঐক্য বজায় রাখার লক্ষ্য নিয়ে গঠিত এই সংগঠনটি উপজেলা পর্যায়ে বালাইনাশক ব্যবসার মান উন্নয়ন, কৃষকদের সেবা বৃদ্ধি এবং সুষ্ঠু ব্যবসা পরিচালনায় কাজ করবে বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

সভাপতি জামাল হোসেন বলেন, “আমরা একসাথে কাজ করে কৃষকদের সঠিক পরামর্শ ও মানসম্মত পণ্য পৌঁছে দিতে চাই”
সাধারণ সম্পাদক পাপেল তালুকদার বলেন, “ব্যবসায়ীদের ঐক্যই আমাদের শক্তি—এই সংগঠনের মাধ্যমে আমরা সবাই মিলে কৃষি উন্নয়নে অবদান রাখব”

নবগঠিত কমিটির সদস্যরা আশা প্রকাশ করেছেন, এই সংগঠন নলডাঙ্গা উপজেলার কৃষিখাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *