চারঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উ-দযাপন

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

“হাত ধোয়ায় নায়ক হোন” “Be a Hand Washing Hers” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান হাত ধোয়ার আটটি নিয়ম বলে বিশ্ব হাত ধোয়া দিবসের কার্যক্রম শুরু করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক সনৎ কুমার দেবনাথ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং শিক্ষার্থীরা।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *