উজিরপুরে নি-ষেধাজ্ঞা অ-মান্য করে মা ইলিশ আহ-রন করায় ৩ জেলের কারা-দন্ড

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ আহরন করায় ৩ জেলেকে কারাদন্ড দেয়া হয়েছে।

সূত্রে জানা যায়,১৫ই অক্টোবর বুধবার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী থেকে উপজেলা প্রশাসন, উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং উজিরপুর মডেল থানার যৌথ অভিযানে সকাল ০৬.৪০ টার সময় ০৩ জনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী নিষিদ্ধকালীন সময়ে সরকারি বিধিনিষেধ অমান্য করে ইলিশ মাছ আহরণ করার অপরাধে ০৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, যারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *