চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীর চারঘাট উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে চারঘাট বাজার চার রাস্তার মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রাশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম মান্নাফ, মহিলা কলেজের অধ্যাপক মনিমুল হক, অনুপমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, রাওথা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু রায়হান প্রমুখ।
বক্তারা পুলিশ প্রশাসনকে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আর যদি কখনও কোন শিক্ষকের গায়ে লাঠির আঘাত করেন আমরা সারা বাংলাদেশের শিক্ষক সমাজ রাস্তায় দাড়িয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে উচিত জবাব দেয়া হবে। মনে রাখবেন আপনারাও শিক্ষকের কাছে লেখাপড়া করেই আজ পুলিশে চাকুরী করছেন। আমরা মনে করি শিক্ষককে অপমান করা মানে গোটা শিক্ষা সমাজকে অপমান করা। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা শিক্ষক সমাজ শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাব।
ঢাকায় শিক্ষক নির্যাতনের ঘটনায় সারা দেশে যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, চারঘাটেও শিক্ষক সমাজও তারই অংশ হিসেবে এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন।
আন্দোলনকারী শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে ২০ শতাংশ বাড়ি ভাড়া প্রদান, প্রতি শিক্ষককে ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান এবং এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো ও সুবিধার পুনর্বিন্যাস।
উপজেলার সরকারি, বেসরকারি স্কুল ও মাদ্রাসা সমূহের শিক্ষক-কর্মচারীরা সমাবেশে অংশ গ্রহন করেন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।
Leave a Reply