ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটি পৌরসভার প্রাণকেন্দ্রের দুটি গুরুত্বপূর্ণ সড়ক বাসস্ট্যান্ড সংলগ্ন পৌরসভা ভবনের সামনের রাস্তা এবং স্টেশন রোড দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে মাটির রাস্তার মতো কাদা জমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।
অভিযোগ উঠেছে, পৌরসভার প্রধান কার্যালয়ের সামনেই এমন বেহাল অবস্থা থাকা সত্ত্বেও প্রশাসনের কোনো উদ্যোগ নেই। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, পৌর প্রশাসনের চোখের সামনে বছরের পর বছর ধরে কীভাবে এই গুরুত্বপূর্ণ সড়কগুলো এভাবে অযত্নে পড়ে থাকতে পারে! এমনকি পৌর কর্তৃপক্ষের কর্মকর্তাদের অফিসে আসা যাওয়া এবং দৈনন্দিন কাজের জন্য এই রাস্তা ব্যবহার করতে হয়।
দৈনন্দিন চলাচলের জন্য এ দুটি সড়কই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত মানুষ, শিক্ষার্থী ও যানবাহন এ পথ ব্যবহার করে। বর্ষাকালে সড়কে জমে থাকা পানি ও কাদা পথচারীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, রাস্তাগুলো নতুনভাবে না করলেও সামান্য সংস্কার করলেই চলাচলের উপযোগী করা সম্ভব। কিন্তু তাতেও পৌর প্রশাসনের কোনো উদ্যোগ নেই। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
এ নিয়ে পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে চাপা ক্ষোভ ও হতাশা। তারা দ্রুত রাস্তাগুলোর সংস্কারকাজ শুরু করে ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন।
স্থানীয় পৌরবাসীর প্রশ্ন – বরাদ্দের অপেক্ষায় আরও কত বছর এমন দুর্ভোগ সহ্য করতে হবে?
Leave a Reply