পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যৌথভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। শুরুতেই এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ” সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস।
বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকৌশলী শাফিন শোয়েব, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল বাশার, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক জিএম মিজানুর রহমান,রেডক্রিসেন্ট প্রতিনিধি ইলিয়াস শাহ, জুবায়ের আহমেদ নয়ন, এনজিও প্রতিনিধি নিউটন গোমেজ, ইমরান হোসেন, সিপিপি প্রতিনিধি ইব্রাহিম হোসেন, শিক্ষার্থী জুলকার নাইন ও ওশমী নিঝুম।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, এনজিও , রেডক্রিসেন্ট, সিপিপি প্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।
Leave a Reply