নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় রান্নাঘর থেকে আগুন লেগে এক পরিবারের বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার (১২ অক্টোবর) বিকেল চারটার দিকে স্বরূপকাঠি পৌরসভার আকলম কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকলম কাজী বাড়ির বড় ভাই শাকিলের রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ছোট ভাই কাজী শাহিনের বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে সংবাদ প্রচার করে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।
পরে খবর পেয়ে সরকারি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বসতঘরসহ ঘরের ভেতরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ।।
Leave a Reply