আরিফ রববানী ময়মনসিংহ।।
বাংলাদেশ ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর শাখা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ৫ দফা গণদাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। এ দাবিতে সংগঠনটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে।
রবিবার (১২অক্টোবর) সকাল ১১টার দিকে ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক,ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি,মুসল্লী পরিষদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মননসিংহ এবং ইসলামি আইন বাস্তবায়ন কমিটি ময়মনসিংহ সদর উপজেলার সদস্য সচিব ময়মনসিংহ-৪ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) এর মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট চিকিৎসক, হাড় জোড়া রোগ বিশেষজ্ঞ ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে ইসলামি আন্দোলন নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি পেশ করেন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক প্রাপ্ত স্মারক লিপি প্রধান উপদেষ্টা বরাবরে পাঠানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম ও জেলা দক্ষিণের সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন মহানগরের সিনিয়র সহ-সভাপতি মুফতি ইয়াকুব সাঈদ সহ-সভাপতি মুফতি ইমদাদুল হক, সদরের সভাপতি জনাব গোলাম মুর্শিদ রানা,মহানগরের সেক্রেটারি আলহাজ্ব আনোয়ার হোসেন, প্রচার ও বিষয়ক সম্পাদক হযরত মাওলানা ওয়ালিউল্লাহ, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়ালীউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রাসেল হোসাইনী,সহ সাংগঠনিক ক্বারী মইনুল ইসলাম, যুব আন্দোলনের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম জুয়েল, শ্রমিক আন্দোলনের সদস্য আব্দুর রাজ্জাক, জেলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা ফজলুল করীম,সদস্য কামরুল ইসলাম এবং জেলা উত্তরের সেক্রেটারি মুফতি হাবিবুল্লাহ ও যারা দক্ষিণের সহসভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর প্রমুখ।
বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক,ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি
ময়মনসিংহ-৪ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) এর মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট চিকিৎসক, হাড় জোড়া রোগ বিশেষজ্ঞ ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে এই পাঁচ দফা বাস্তবায়ন জরুরি। তিনি দাবি করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে তারা পরিবর্তন ও সুষ্ঠু নির্বাচন চায়।
Leave a Reply