পঞ্চগড়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষো-ভ-সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি।
এমপিওভূক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের শতকরা ৫০ ভাগ বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা, এক হাজার পাঁচশত টাকা চিকিৎসা ভাতাসহ ছয় দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পঞ্চগড় জেলা শাখা। শনিবার সকালে সকালে পঞ্চগড় জেলা জজ কোর্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক ধরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. অলিউল্ল্যাহ, কলেজ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. মাসুদ, ইবতেদায়ী ফেডারেশনের সভাপতি মো. মাজেদুর রহমান, সদস্য জয়নাল আবেদীন প্রমূখ।
বক্তারা বলেন, শিক্ষার মান বাড়াতে হলে শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। বর্তমানে এমপিও ভূক্ত শিক্ষক কর্মচারীরা যে হারে বাড়ি ভাড়া ও উৎসব এবং চিকিৎসা ভাতা পান তা খুবই হাস্যকর। তারা দ্রুত শিক্ষক কর্মচারীদের শতকরা ৫০ ভাগ বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা, এক হাজার ৫শত টাকা চিকিৎসা ভাতা প্রদানসহ ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভূক্ত করণ, নন এমপিও শিক্ষকদের এমপিওভূক্তি এবং শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত সময়ের মধ্যে পরিশোধের দাবি জানান। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *