সুজানগর(পাবনা)প্রতিনিধি : পাবনার সুজানগরে ৩৪ বছর ইমামতি করার পর ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে একটি মসজিদের ইমামকে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে। উপজেলার ভঁায়না ইউনিয়নের মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আলহাজ্ব আব্দুল মান্নান কে শুক্রবার জুমার নামাজের পর ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
৭৫ বছর বয়সী ইমাম হাফেজ আলহাজ্ব আব্দুল মান্নানের বাড়ি উপজেলার তঁাতিবন্দ ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামে । তিনি ১৯৯১ সাল থেকে টানা ৩৪ বছর ধরে মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তঁার সম্মানে এ ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী।
মসজিদ প্রাঙ্গণ থেকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তঁাকে বাড়ইপাড়া গ্রামে পৌঁছে দেওয়া হয়। সেই গাড়ির পেছনে ছিল গ্রামের যুবকদের মোটরসাইকেলের বহর ও মুরুব্বিদের ভ্যান গাড়ি বহর। গ্রামের সর্বস্তরের মানুষ ইমামকে বিদায় জানাতে রাস্তার দুই পাশে ভিড় করেন।বিদায়ের সময় এলাকাবাসীর সঙ্গে সালাম বিনিময় করেন ইমাম হাফেজ আব্দুল মান্নান।
স্থানীয় বাসিন্দা আলহাজ্ব আব্দুল ওহাব বলেন, ‘ইমাম সাহেব ছিলেন আমাদের অভিভাবকতুল্য। তিনি শুধু ইমামতি করেননি, আমাদের জীবনের নানা দিকনির্দেশনা দিয়েছেন। তঁার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন সম্মাননা দিয়েছি। এ আয়োজনের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠেছে মসজিদের ইমামের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা বলেও জানান তিনি ।
বিদায়ের পূর্বমুহূর্তে আবেগজড়িত কণ্ঠে ইমাম হাফেজ আব্দুল মান্নান বলেন, জীবনের বড় একটি অংশ এই মসজিদ আর মথুরাপুর গ্রামের মানুষের মাঝে কেটেছে। আমি সারা জীবন দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলাম। মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝিনি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। বিদায় অনুষ্ঠানে মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাতেম আলী খান, ক্যাশিয়ার মোস্তাফিজুর রহমান খোকন মাস্টার, মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাবু, মজিবর রহমান, আব্দুল্লাহ আল মামুন, নবীন সেখ, ফজলু প্রামানিক, ইয়াসিন আলী মিয়া, মোহাম্মদ রোকন প্রামানিক, কাদের প্রামানিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।
Leave a Reply