এ,কে,এম, খোরশেদ আলম ।।
নাটোর জেলা প্রতিনিধি:
নলডাঙ্গার পিপরুল ইউনিয়নের পিপরুল গ্রামে জামতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জাহিদ হোসেন বাড়ি বাড়ি গিয়ে ফলজ বৃক্ষ রোপন করেন।
১১ই অক্টোবর রোজ শনিবার পিপরুল গ্রামে লিচু,বেল,ছবেদা,বেদেনা, ও আমড়াসহ প্রায় ১০০টি ফলজ বৃক্ষ রোপণ করেন।
অসহায় ও দারিদ্র মানুষদের সহযোগিতার জন্য
তার ব্যক্তিগত মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে গরীবদের ভ্যান রিকসা ও অসহায়দের গরু, ছাগল,
প্রদান করেন।
তার এ উদ্যোগ এলাকায় সকলের কাছে প্রসংশীয়।
Leave a Reply