কুমিল্লা নামেই বিভাগ চায় কুমিল্লার রাজনৈতিক নেতৃবৃন্দ

তরিকুল ইসলাম তরুণ,

কুমিল্লার রাজনৈতিক নেতৃবৃন্দ কুমিল্লা নামেই বিভাগ চায়, অন্যথায় কঠোর আন্দোলন করবে, রাজপথ,রেলপথ, মহাসড়ক অবরোধ ব্লকেড, অবরোধ, সহ বিভিন্ন কর্মসূচী নিয়ে আগাবে এমনটাই ১০ ই অক্টোবর বিকালে কুমিল্লার টাউন হলের মাঠে বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ হুশিয়ারী দিয়েছে একই ভাবে বিএনপির কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরী ও
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন। এছাড়া একই সুরে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, কুমিল্লা বিভাগ কুমিল্লাবাসীর প্রাণের দাবি। আগামী এক সপ্তাহের মধ্যে বিভাগ ঘোষণা না হলে কুমিল্লার জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে। 
কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে বিভাগ ঘোষণার দাবিতে কুমিল্লা জেলা কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের আয়োজিত এক সমাবেশে এ হুঁশিয়ারি দেন। বিএনপি কুমিল্লা মহানগর সভাপতি উৎবাতুল বারি আবু একাত্মতা প্রকাশ করেন।এছাড়া কুমিল্লা

বিভাগের দাবিতে আয়োজিত সমাবেশে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান আমির। কুমিল্লার জনপ্রিয় দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাসেম হৃদয় বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আন্দোলনে যোগ দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *