এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর উপজেলা জামায়াতের আমীর ও পাবনা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক (ভুয়া) আইডি খুলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইঙ্গিত করে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি অবগত হওয়ার পরপরই গত ৫ অক্টোবর এ বিষয়ে সুজানগর থানায় জিডি করেছেন জামায়াত নেতা অধ্যাপক কেএম হেসাব উদ্দিন, যার জিডি নং-নাম্বার ২৮৭।
জানাযায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধ্যাপক কেএম হেসাব উদ্দিন নামের একটি ফেইক আইডি ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট অপবাদ ছড়ানো হয়েছে। এ ভুয়া (ফেইক) আইডি থেকে মিথ্যা, ভিত্তিহীন, কুরুচিপূর্ণ, অপমানজনক ও মানহানিকর তথ্য উপস্থাপন করায় এসব অপপ্রচারের কারণে রাজনৈতিক ব্যক্তিবর্গ অনেকটাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।
থানা পুলিশ বলছে, এ আইডি সনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা শাখার (সিআইডি) স্পেশাল ব্রাঞ্চের (আইটি শাখা) কাজ করছে। এ অপপ্রচারকারি ব্যক্তিদের ফেইক আইডি সনাক্ত হলেই সাইবার ট্রাইবুনালে মামলা করা হবে।জামায়াত নেতা অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বলেন, ‘আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট অপবাদ ছড়ানো হয়েছে। আমি এবিষয় নিয়ে আইনি ব্যবস্থা নিয়েছি। আশা করছি পুলিশ দ্রুত সময়ের ভিতরে ফেইক আইডি সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন,‘ফেইক আইডির বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আইডি সনাক্ত করা হলেই পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
সুজানগরে জামায়াত আমীরের নামে ফে-ইক আইডি খুলে অ-পপ্রচার,থানায় জিডি

Leave a Reply