মোরেলগঞ্জে শিশু ও কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা অনুষ্ঠিত

শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:

“আমি কন্যা শিশু, স্বপ্নপুরী স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে উদযাপন করা হয়েছে শিশু ও কন্যা দিবস ২০২৫।

আজ বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভার সঞ্চালনা করেন দলনেত্রী মরিয়ম আক্তার। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রবীন্দ্রনাথ বিশ্বাস।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবউল্লাহ। সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইখতিয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপজেলা জামাতে ইসলামীর আমির মাওলানা শাহাদাত হোসেন, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন” এর প্রতিনিধি শারিয়া ইসলামসহ অনেকে।

আলোচনায় বক্তারা কন্যা শিশুদের অধিকার, নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে কন্যা শিশুর অবস্থানকে আরও দৃঢ় করার আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *