আরিফুর রহমান,
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সময় এক কলেজ শিক্ষকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাতে শহরের থানতলী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন পূর্বে মাদারীপুর পৌরসভার থানতলী এলাকার ফাহিম তালুকদার ও সায়েম ভুইয়ার মধ্যে মোটর সাইকেলে হর্ণ বাজানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এরই অংশ হিসেবে সোমবার রাতে সন্ধ্যায় ফাহিম তালুকদারের লোকজন সায়েম ভুইয়ারার লোকজনকে ধাওয়া করে থানতলী এলাকায় নিয়ে আসলে ফাহিম ভুইয়ারা এক কর্মীকে মারপিট করে সায়েমের লোকজন। পরবর্তীতে রাত ৭টার দিকে ফাহিম তালুকদার অর্ধ শতাধিক লোকজন নিয়ে এসে থানতলী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। এসময় রাস্তার পাশে থাকা কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষক জিয়াউল হকের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর এবং তার বাড়িসহ আরও ৩টি বাড়ি ও ১টি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে টহলে থাকা মাদারীপুর সদর থানার এস.আই মো. ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আরও কোন ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা সোচ্চার রয়েছি।
মাদারীপুর।
Leave a Reply