পুঠিয়া, ( রাজশাহী) প্রতিনিধিঃ
পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামীদের সীমান্তবর্তী দুই এলাকা থেকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটককৃতরা হলো, চারঘাট উপজেলার পশ্চিম ভাটপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাজিব আলী (২৯) ও উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামের মামুন হোসেন আলমের স্ত্রী সম্পা আক্তার বর্ষা (২২)। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত্রীতে সোহেলকে তার বাড়ি থেকে ও সম্পাকে পুঠিয়া রাজবাড়ি এলাকা থেকে আটক করে পুঠিয়া থানা পুলিশ। পরকিয়ার জেরে ভ্যানচালক সোহেলকে হত্যা করা হয়েছে বলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানিয়ে বলেন, আটককৃতরা হত্যার সাথে জড়িত বলে স্বীকার করেছে। হত্যার শিকার সোহেরের বন্ধু রাজিব আলীর সাথে সম্পার পরকিয়ার সম্পর্ক ছিলো। একদিন রাজিব সোহেলের ফোন থেকে সম্পাকে ফোন করে। সম্পার সাথে রাজিবের পরকিয়ার সম্পর্ক সোহের জানার পর সম্পাকে ব্ল্যাকমেইল করে। সম্পা বাধ্য হয়ে সোহেলের সাথে পরকিয়ায় সম্পর্ক করে। বিষয়টি রাজিব জানার পর সম্পা ও রাজিব মিলে সোহেলকে হত্যা করে। আটককৃতদের আদালতের মাধ্যমে মঙ্গলবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।#
মাজেদুর রহমান (মাজদার)
পুঠিয়া,রাজশাহী।
Leave a Reply