হারুন অর রশিদ,
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃচি
লাই নদীর অবৈধ বালু লুটপাট ঠেকাতে ইউএনও”র ব্যতিক্রম বাঁশের ব্যারিকেড
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। উপজেলার শরীফপুর গ্রামসংলগ্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বাঁশের ব্যারিকেড স্থাপন করা হয়েছে, যাতে কোনোভাবেই অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন সম্ভব না হয়।
দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন পয়েন্টে রাতের আঁধারে বালু উত্তোলন চলছিল বলে অভিযোগ রয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিজমি ও বসতবাড়ি ধসে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
স্থানীয়রা জানান, প্রশাসনের এ উদ্যোগের ফলে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন,চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষিজমি ক্ষতির মুখে পড়ছিল। প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছে আইন অমান্যকারী কেউ ছাড় পাবে না।
তিনি আরও বলেন,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন–২০১০ অনুযায়ী অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলন করতে পারবে না। পরিবেশ ও কৃষি রক্ষায় মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় কৃষকরা জানান, অতিরিক্ত বালু তোলার কারণে নদীর তীর ভেঙে যাচ্ছে এবং ফসলি জমি নষ্ট হচ্ছে। তারা প্রশাসনের এই পদক্ষেপকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
পরিবেশবিদ সংশ্লিষ্টরা মনে করেন, চিলাই নদীতে প্রশাসনের এ উদ্যোগ শুধু নদীর ভারসাম্য রক্ষায় নয়, বরং পুরো এলাকার পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ অন্যান্য নদীতেও গ্রহণ করা হবে।
উল্লেখ্য, চিলাই নদী দোয়ারাবাজার উপজেলার একটি গুরুত্বপূর্ণ নদী, যা স্থানীয় কৃষি, মাছধরা ও নৌযান চলাচলের জন্য বিশেষ ভূমিকা রাখে। তবে অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর গভীরতা ও প্রবাহ ব্যাহত হয়ে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে।
Leave a Reply