বিশেষ প্রতিনিধিঃ
কুখ্যাত মাদক সম্রাট মোঃ আজিবুল আলম ওরফে লিটন ( ৫১) কে গত ৬ অক্টোবর চট্টগ্রামে আটক করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চট্টগ্রাম মেট্রোপলিটন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক গোপাল কৃষ্ণ দাস এর নেতৃত্বে একটি টিম সকাল প্রায় ০৯:৩০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রো কোতোয়ালী থানাধীন স্টেশন রোড পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযানে ৮৪৫ পিস ইয়াবা সহ আসামী মো: আজিবুল আলম লিটন (৫১) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত লিটন গ্রেফতারকৃত লিটন জামালপুর সদর উপজেলার ৫ নং ইটাইল ইউনিয়নের রুহুলী চরপাড়া (ডাক্তার বাড়ি) গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। সে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম থেকে ইয়াবা এনে তার নিজ এলাকা সহ বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করতো। গ্রেফতারকৃত আসামী মোঃ বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
Leave a Reply