এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ইটভাটার অফিস থেকে নগদসহ অন্যান্য মালামাল লুটের ঘটনা ঘটেছে। সুজানগর উপজেলার তঁাতীবন্দ ইউনিয়নের এম এম এস ব্রিকস্ ইট ভাটায় শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ইটভাটার অন্যতম কর্ধধার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার রাত ২টার দিকে ৮-১০ জনের সংঘবদ্ধ দল ইটভাটার ভেতরে প্রবেশ করে। তাদের দেখে নাইটগার্ড বাবু মুন্সি ও ড্রাইভার আবু সাঈদ এগিয়ে যেতেই গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে। পরে ইটভাটার তিনটি ট্রান্সফরমার ও ইট-ভাটার অফিসের তালা ভেঙে অফিসে থাকা নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং ইটভাটার সিসি ক্যামেরা ক্ষতিগ্রস্ত করে সংঘবদ্ধ দল পিক ভ্যান যোগে পালিয়ে যায়।
এদিকে স্থানীয়রা জানান, সুজানগরে বেড়েছে চুরি। উপজেলা বিভিন্ন স্থান থেকে ট্রান্সফরমার,গরুসহ অন্যান্য জিনিসপত্র চুরি হচ্ছে। আমরা গ্রামবাসী আতঙ্কে রয়েছি। আমাদের গ্রামবাসীর মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করছে।
সুজানগর থানার ওসি মজিবর রহমান জানান, ইটভাটায় মালামাল লুটের ঘটনায় সঙ্ঘবদ্ধ চোরকে সনাক্ত করে তাদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
এম এ আরিম রিপন
সুজানগর
Leave a Reply