বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা>>>
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৬ অক্টোবর) রাত প্রায় ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার রাজগুরু নজরুল ও লাল খানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ঢেউ টিন, নগদ অর্থ সহায়তা এবং এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন শিকদার, ইউপি সদস্য মোহাম্মদ শাহিন হোসেন ও মোঃ ওবায়দুল হক সুমন উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোয় এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply