ঝিনাইদহে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা কা-রগারে

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও দুই সাবেক চেয়ারম্যান-সহ ক্ষমতাসীন দলের তিন নেতা আদালতে আজ আত্মসমর্পণ করেছেন বলে আদালত সুত্রে জানা গেছে। তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকায় আদালত তাঁদের সরাসরি জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ।

আত্মসমর্পণকারী হলেন জাহাঙ্গীর হোসাইন, হরিণাকুন্ডু উপজেলার সাবেক চেয়ারম্যান, রানা হামিদ, ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও রাকিবুল হাসান রাসেল রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। কোর্ট ইন্সপেক্টর মুক্তার হোসেন জানান, আসামিরা আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আতিকুর রহমান
ঝিনাইদহ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *