আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের জেলা প্রশাসক (যুগ্মসচিব) মুফিদুল আলম বলেছেন-শিক্ষা হলো একটা জাতির মেরুদন্ড আর শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড গড়ার কারিগর। একটি আধুনিক যুগোপযোগি জাতি গঠনের অন্যতম মাধ্যম হলো শিক্ষা। মানসম্পন্ন শিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মানসম্পন্ন শিক্ষক । শিক্ষার গুণগতমান নিশ্চিত করার জন্য প্রয়োজন সময়োপযোগী শিক্ষক । তিনি বলেন- একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি হচ্ছে মানসম্পন্ন শিক্ষা, আর সেই শিক্ষার মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
রবিবার (৫অক্টোবর) সকালে শিক্ষকতা পেশা, মিলিত সেবার দীপ্তি” এই শ্লোগানকে ধারণ করে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় শিক্ষক সমাজের ভূমিকা, মানোন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় তিনি শিক্ষক সমাজের মর্যাদা, দায়িত্ববোধ ও শিক্ষার মানোন্নয়নে তাদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, জেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোচনায় জেলা প্রশাসক তার বক্তব্যে শিক্ষকতার মহত্ব ও শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে একটি মানসম্মত ও মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন-শিক্ষা আলোকিত সমাজ বিনিমাের্ণর হাতিয়ার। শিক্ষক হলো তার সুনিপুণ কারিগর। শিক্ষা ছাড়া আলোকিত মানুষ সৃষ্টি কোনোভাবেই সম্ভব নয়। একজন শিক্ষকের কিছু কাজ ও দায়বদ্ধতা আছে। এ কাজ ও দায়বদ্ধতা সহকমীের্দর কাছে, সমাজের কাছে, দেশ ও জাতির কাছে, আগামী প্রজন্মের কাছে। একজন সফল মানুষের পেছনে শিক্ষকের গুরুত্বপূণর্ ভূমিকা থাকে। শিক্ষক শুধু সফল নয়, একজন ভালো মানুষ হতে শেখান। মানবিক বিপযর্য় বা বৈশ্বিক, অথৈর্নতিক সংকটে আক্রান্ত হয়েও সামাজিক, অথৈর্নতিক ও বুদ্ধিবৃত্তিক বিনিমাের্ণ শিক্ষকরা অবিরাম ভূমিকা রেখে চলেছেন। শিক্ষক হচ্ছেন সভ্যতার ধারক-বাহক। শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না, তিনি মানুষ গড়ার কারিগরও। পিতা-মাতা আমাদের জীবনদান করেন ঠিকই। শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। শিক্ষক সমাজ হচ্ছেন প্রকৃতই সমাজ ও সভ্যতার বিবেক। তাই শিক্ষকদের বলা হয় ‘সোশ্যাল ইঞ্জিনিয়ার’ তথা সমাজ নিমাের্ণর স্থপতি। সমাজের সাবির্ক অগ্রগমনের ক্ষেত্রে শিক্ষা ও শিক্ষকের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে একটি বিশাল র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply