বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
প্রতি বছর ৫ই অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের সম্মান ও তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি জানাতেই এই দিবসটি উদযাপিত হয়েছে।
চলতি ২০২৫ সালের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য — “শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক মর্যাদা ও আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন অঙ্গিকারের বার্তা দিচ্ছি।”
এ উপলক্ষে আজ শনিবার (৫ অক্টোবর) বরিশালের বানারীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজেদুর রহমান।এসময়ে আরো উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগপতি রায়,বরিশাল জেলা শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হালদার,বানারীপাড়া কলেজ শিক্ষক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বিপ্লব,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামসহ বানারীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের মূল ভিত্তি। শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল পাঠ্য জ্ঞানই নয়, মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও জীবনের বাস্তব শিক্ষা অর্জন করে।
তাঁরা আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় ও শিক্ষাসংশ্লিষ্ট সংগঠন দিবসটি উদযাপন করছে নানা কর্মসূচির মাধ্যমে — শিক্ষক সম্মাননা,র্যালি,আলোচনা সভা, কর্মশালা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নানা সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে।
শেষে বক্তারা বলেন, বিশ্ব শিক্ষক দিবস আমাদের মনে করিয়ে দেয় — একজন শিক্ষক শুধু জ্ঞানদাতা নন, বরং সমাজ গঠনের অন্যতম মূল চালিকাশক্তি। তাই শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।
মোঃ সাব্বির হোসেন ।।
Leave a Reply