পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ।।
খুলনার পাইকগাছায় চিংড়ী রোগ ব্যবস্থাপনা কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্র, পাইকগাছা, খুলনার অডিটোরিয়ামে চিংড়ী রোগ ব্যবস্থাপনা কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস ও ইউনাইটেড স্টেটস্ ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এর যৌথ অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়, মৎস্যবিজ্ঞান বিভাগ কর্তৃক পরিচালিত চিংড়ীর স্বাস্থ্য ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন শীর্ষক প্রকল্পের আওতায় উক্ত কর্মশালা আয়োজিত হয়। প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ শামসুর রহমান, মৎস্যবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় আমন্ত্রিত বিভিন্ন স্টেকহোল্ডার (চিংড়ি চাষি, উদ্যোক্তা, টেকনিশিয়ান, ম্যানেজার, একুয়া ড্রাগস কোম্পানির প্রতিনিধি, গবেষক, বিজ্ঞানী) এর উদ্দেশ্য কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. মো. লতিফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু সাবাহ, সহকারী অধ্যাপক, ফসিয়ার রহমান মহিলা কলেজ ও সফল চিংড়ী চাষী।
ঢাকা বিশ্ববিদ্যালয়, মৎস্যবিজ্ঞান বিভাগের অ্যাকুয়াটিক এনিমেল হেলথ গ্রুপ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুর রহমান এবং সঞ্চালনা করেন জনাব শাওন আহম্মেদ, প্রভাষক, মৎস্যবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কর্মশালায় বক্তব্য রাখেন লোনাপানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ গোলাম মোস্তাফা। এছাড়াও বক্তব্য রাখেন আহসান হাবিব (সেকশন ম্যানেজার, সিপি বাংলাদেশ), জিএম মিজানুর রহমান (সাংবাদিক), কমলেশ বিশ্বাস, (সিনিয়র টেকনিশিয়ান, শ্রিম্প কালচার, ইয়ন গ্রুপ), ইবরার হোসেন (টেকনিশিয়ান, সেতারা ফিস এন্ড শ্রিম্প ফার্ম), সাফুজ্জামান সাগর (পরিচালক, ব্লু-বে বাগদা ও গলদা ফার্মিং), হেলাল উদ্দিন খান (ম্যানেজার, রয়েল গ্রুপ), তারক সানা (চিংড়ী চাষী) সহ আরো অনেকে । কর্মশালায় চিংড়ী চাষীদের বাস্তব ভিত্তিক উপলব্ধি প্রকাশ, চিংড়ীর প্রধান রোগসমূহের বর্তমান অবস্থা ও ব্যবস্থাপনা কৌশলের উপর অতিথিবৃন্দ আলোচনা করেন।
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা।
Leave a Reply