হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়ায় ঝুট ব্যবসা দখলের সময় অস্ত্রের মহড়া-সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজনকে গ্রেফতার।
শনিবার (০৪ অক্টোবর ২০২৫ইং) রাতে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সম্ভাব্য অস্ত্রের মহড়ার খবর পেয়ে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর টহল দল তৎপর হয়। পরবর্তীতে বিশেষ অভিযানে স্থানীয় একটি গোডাউন থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়, এসময় একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম: আজাদ (৩৭), ইউনুচ মিয়ার ছেলে, গ্রাম: পশ্চিম সোনাদিয়া থানা: কোম্পানিরহাট বলে জানা যায়।
উদ্ধারকৃত অস্ত্রটি স্থানীয়ভাবে তৈরি বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে এলাকায় সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছেন।
Leave a Reply