বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রকে প্রতিহত করতে সকলকে এগিয়ে আসতে হবে – অধ্যক্ষ জিয়া উদ্দিন শাকির

ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি,ময়মনসিংহ জেলা শাখার সভাপতি, ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও যুগ্ম আহবায়ক , কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক অধ্যক্ষ জিয়া উদ্দিন শাকির বলেছেন,একটি মহল বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । তারা আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ ঘোলাটে ও প্রতিকূল করার অপচেষ্টা চালাচ্ছে । পাহাড়ে অস্থিরতা সহ বিভিন্নমুখী দৃশ্যমান অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে । তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে যাতে কোন দেশপ্রেমিক সরকার ক্ষমতায় না আসতে পারে এবং এদেশকে ভারতের করদ রাজ্যে পরিনত করা যায় । তিনি বাংলাদেশেকে তাবেদার রাষ্ট্র বানানোর যে কোন ষড়যন্ত্র প্রতিহত করার জন্য রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবী,সুধী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান ।

গত ২৭শে সেপ্টেম্বর রোজ শনিবার বিকাল ৪:০০ ঘটিকায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি তারাকান্দা উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ জিয়া উদ্দীন শাকির এসব কথা বলেন।

তারাকান্দা উপজেলা কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক জনাব অধ্যাপক রিয়াজুল ইসলাম নাদিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্টা প্রফেসর নাসিরউদ্দিন ,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক মাসুম বিল্লাহ। সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব জনাব অধ্যাপক আবু সাঈদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে অধ্যাপক রিয়াজুল ইসলাম নাদিমকে সভাপতি, অধ্যাপক আবু সাঈদকে সাধারন সম্পাদক এবং এবং অধ্যাপক ইকরাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে তারাকান্দা উপজেলা কলেজ শিক্ষক সমিতি গঠন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *