ফুলবাড়িয়ায় শিয়ালের কাম-ড়ে ইউপি সদস্যসহ ১০ জন আহ-ত

মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাধাকানাই ইউনিয়নের ৩টি গ্রামে শিয়ালের কামড়ে ইউপি সদস্য সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গত শনিবার ভোর ৬টা হতে সকাল ১০ টা পর্যন্ত শিয়াল বিভিন্ন গ্রামে আক্রমন করে। রইল্লারপাড়ের স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে শিয়ালকে চারদিক থেকে ঘিরে মেরে ফেলে।

পলাশতলী গ্রামের মো. সেলিম মিয়া জানান, আমাদের এলাকায় ব্যাপক আখ (জিআই পণ্য) চাষ হয়। আর শিয়াল থাকার জন্য আখ ক্ষেত নিরাপদ। তাই শিয়ালের দেখা আমরা অহরহ পাই। মাঝে মধ্যে শিয়াল পাগল হলে মানুষকে আক্রমণ করে।

গত শনিবার ভোর ৬টার দিকে ওয়াশ রুম থেকে বের হয়ে বাড়ির উঠানে দাড়িয়ে ছিলাম। ঐ সময় শিয়াল আমাকে আক্রমণ করতে তেড়ে আসে। আমি তকতা (কাঠের টুকরা) দিয়ে বাড়ি (আঘাত) দেই। শিয়াল দৌড়ে চলে যায়। আমার পাশের বাড়ির (চালাপাড়া) ইউপি সদস্য হযরত আলী (৫০), রফিকুল ইসলাম (৪০), জালাল উদ্দিন (৬০), শুভ (১৫), সাজেদা (৩২), জলপাইতলা গ্রামের রাইসুল ইসলাম (২৬), হাতেম আলী (৬০), আলম ফরাজী (৫০), রইল্লারপাড়ের ইউসুফ আলী (৪০), হাছেন আলী (৪৮)। একদিনে ১০ জন আহত হওয়ার ঘটনায় এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত রফিকুল ইসলাম বলেন, ‘আমি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ায় সময় হঠাৎ আখক্ষেত থেকে একটা শিয়াল দৌড়ে এসে আমাকে কামড় দেয়।

আহত ইউপি সদস্য হযরত আলী বলেন, আমি সকালে আখক্ষেত পেঁচানোর (আখক্ষেত বাঁধা) সময় হঠাৎ করে একটি শেয়াল এসে আমার হাঁটুর নিচে কামড় দিয়ে চলে যায়। ফুলবাড়িয়া উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ফোন দেওয়া হলে, তারা ময়মনসিংহ এসকে হাসপাতালে যাওয়ারা পরামর্শ দেন। আহতরা ময়মনসিংহ এসকে (সূর্যকান্ত হাসপাতাল) হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *