নলছিটিতে অভিভাবক সম্মেলন–২০২৫ ও দোয়া মাহফিল অ-নুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম নাঈম

শনিবার (৪ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় ডেবরা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত, এ মহতী অনুষ্ঠানে এলাকার অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সভাপতিত্ব করেন মাওলানা মোঃ মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রধান মেহমান ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নলছিটির মডেল কেয়ারটেকার হযরত মাওলানা নুরুজ্জামান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আতাউর রহমান সামিম, মোঃ মোর্শেদ আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ রেজাউল করিম মোল্লা এবং সার্বিক দিক নির্দেশনায় ছিলেন অত্র মক্তবের শিক্ষক মোঃ রাকিব হোসাইন।

বক্তারা তাঁদের আলোচনায় ডেবরা জামে মসজিদ মক্তবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ইসলামী শিক্ষা বিস্তারে এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তাঁরা বলেন, এ ধরনের সম্মেলন শিশুদের নৈতিক বিকাশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেষে দোয়া মাহফিলে দেশ, জাতি ও মক্তবের শিক্ষার্থীদের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *