দুর্গাপূজার নি-রাপত্তা ও সু-ষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করে অনন্য উদাহরণ স্থাপন করেছে ইউএনও

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মবসিংহের সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও সুষ্ঠু সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে অনন্য উদাহরণ স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স।

পুর্জার প্রতিমা তৈরীকাল থেকে শুরু করে বিজয়াদশমী বিসর্জন পর্যন্ত তিনি উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের খোজ নেন এবং কোথায় কি সমস্যা আছে তা পর্যবেক্ষণ করে সমাধান করেন।

প্রতিটি মন্ডপে সরেজমিন খোঁজখবর নিয়ে তিনি দেখেন নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা, দায়িত্ব পালনে অবহেলা হচ্ছে কি না, অথবা জরুরি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা। তার দায়িত্বশীল উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অনেকে তাকে উপজেলার পূজা মন্ডলের প্রকৃত অভিভাবক” হিসেবে অভিহিত করেছেন।
ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স এর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেড়েছে সাধারণ মানুষের প্রত্যাশা।

উপজেলা নির্বাহী অফিসার পূজা মণ্ডপ সফরসঙ্গী হিসেবে এই তদারকিতে তার সঙ্গে ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,দাপুনিয়া ইউনিয়নের প্রশাসক উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান, ভাবখালী ইউনিয়নের প্রশাসক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস,কুষ্টিয়া ইউনিয়নের প্রশাসক উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহ, চরনিলক্ষিয়া ইউনিয়নের প্রশাসক উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা তারিক আজিজসহ রাজনৈতিক সামাজিক বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক বলেন, সনাতন ধর্মাবলম্বী লোকজনকে উপজেলা প্রশাসন থেকে বরাদ্দকৃত চাউল অন্যান্য সহযোগিতা সঠিক সময়ে দেওয়া হয়েছে যাতে তাদের কোন প্রকার সমস্যা না হয়।

শারদীয় দুর্গোৎসবকে শান্তিপুর্ণ ও উৎসবমুখর ভাবে সফল করতে জেলা প্রশাসক স্যারের দিক-নির্দেশনা মোতাবেক সব সময় মনিটরীং করা হয়েছে যাতে সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা দুষ্কৃতিকারীরা কোন প্রকার সমস্যা না করতে পারে সেই দিকে খেয়াল রাখা হয়েছে।

উপজেলার ৪০টি পূজা মন্ডপে ইউএনও স্যার নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। যেকোনো প্রয়োজনে তিনি নিজেই ছুটে গেছেন ঘটনাস্থলে।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানান-এবার দুর্গাপূজায় প্রতিবছরের তুলনায় খোজ খবর নেন উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা, জেলা-উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের সঠিকভাবে দায়িত্ব পালন ও তদারকির কারণে কোন প্রকার সমস্যার জনিত কারণ ছাড়াই এবারের পূজা উদযাপন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মলম্বী লোকজন তাদের ধর্মীয় উৎসব শান্তিতে উৎসব মুখর পরিবেশে পালন করতে পারে সেই দিকে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দের প্রচেষ্টায় সদর উপজেলার ১১টি ইউনিয়নে ৪০টি পূজা উদযাপন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *