সুজানগরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কৃতি শি-ক্ষার্থীদের সং-বর্ধনা

এম এ আলিম রিপন,সুজানগরঃ দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ সুজানগরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সুজানগর উপজেলা থেকে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া এ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ সুজানগরের সভাপতি তুষার মাহমুদ (পাবিপ্রবি) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হক আশিক(রাবি) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির প্রচার ও মিডিয়া সম্পাদক দ্বীপ মাহবুব (জুলাই যোদ্ধা, শিক্ষার্থী (রাবি),কোষাধ্যক্ষ এস. এম. সায়েম(ঢাবি)সাংগঠনিক সম্পাদক ফাহাদ আজম খান (পাবিপ্রবি),নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক কাজী রাফিয়া (জবি), মাসুদ রানা ,হামিদুর রহমান(ঢাবি), মুশফিকা মোর্শেদ(মুগদা মেডিকেল),সোহান খান (জাবি) ও রাসেল হোসেন(ঢাবি) প্রমুখ। জীবনে কেবল ভাল রেজাল্ট করাই বড় কথা নয় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসর মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, পড়ালেখার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। এ দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। তিনি বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয়ে পড়ালেখা করেও তোমরা যারা এ কৃতিত্ব অর্জন করেছ অবশ্যই তোমরা মেধাবী। তবে এটাই সব কিছু নয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মানুষকে ভালোবাসা। মানুষকে জানা। গরিব, অসহায় মানুষের পাশে থাকা। উচ্চ শিক্ষাসম্পন্ন করে তোমরা যে যেখানে থাকবে সেখান থেকেই মানুষের কল্যাণে কাজ করতে হবে। গরিব ও অসহায় মানুষের পাশে দঁাড়াতে হবে। ভালবাসতে হবে দেশ ও দেশের মানুষকে। তোমরা তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। দেশ যদি উন্নত হয়, সমৃদ্ধ হয় তাহলে তোমাদের সাফল্য, মা-বাবার কষ্ট সফল হবে। তোমরা ভালো রেজাল্ট করে মা-বাবার মুখ যেমন উজ্জ্বল করেছ, তেমনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও তোমাদের সচেষ্ট থাকতে হবে। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *