বিএনপিতে চাঁ-দাবাজ, সন্ত্রা-সী ও অ-পকর্মকারীদের স্থান নেই-ঈশ্বরগঞ্জে সাবেক এমপি শাহিন

আরিফ রববানী ময়মনসিংহ।।
বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহ্ নূরুল কবির শাহিন।

শুক্রবার (৩অক্টোবর) উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া জামে মসিজদে মুসুল্লিদের সাথে জুম্মার নামাজ আদায় ও মতিবিনিময়ে তিনি এই মন্তব্য করেন।

শাহিন বলেন, আওয়ামী স্বৈরাচারের বিদায় হয়েছে, দেশের আলেম ওলামাসহ ছাত্র-জনতার অবশ্যই অবদান রয়েছে, ছাত্রদলেরও সক্রিয় অংশগ্রহণ রয়েছে। পাশাপাশি বিএনপি দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে। আমাদের সবার সম্মিলিত আন্দোলনের ফলে আজ আমরা পুনরায় মুক্ত হয়েছি। সেই বিজয়কে সুসংহত করতে হলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তাই আসুন- দেশবিরোধী যত ষড়যন্ত্র আসুক, দেশের স্বাধীনতাবিরোধী যত ষড়যন্ত্র আসুক, আমরা আপনাদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করব। এ জন্য আজ আমরা শপথ নিতে চাই।

তিনি আরও বলেন, যারা দেশের স্বার্থকে বড় করে দেখতে পারে না, তাদেরকে দেশপ্রেমিক রাজনৈতিক দল বলা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে একটি উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে দল মনোনীত প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও অপকর্মকারীদের কোনো স্থান নেই বলে জানান আলহাজ্ব নূরুল কবীর শাহিন। এ সময় তিনি বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি বা সন্ত্রাসে লিপ্ত, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তরের জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।

এসময় মোফাজ্জল হোসেন টিপু,সাইফুল ইসলাম জিকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইমাম-মোয়াজ্জিনসহ বহু সংখ্যক মুসল্লীরা উপস্থিত ছিলেন।

এসময় শাহিন জনগণের দৃষ্টিগোচর করে বলেন-আজকাল অনেকেই মোবাইল হাতে নিয়ে ঘুরা ফেরা করেন, সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে,শিশুদের হাতে মোবাইল ফোন না দেওয়ায় আহবান জানিয়ে বলেন-মোবাইল ফোনে কিশোর কিশোরীদের মাঝে জুয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।এটি ঈশ্বরগঞ্জের একটি বড় সমস্যা হয়ে পড়েছে।

এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন-আমার দল বিএনপি অতীতে আমাকে মুল্যায়ন করেছে আগামীতেও করবে ইনশাআল্লাহ। আমরা সকলেই দেশ ও ঈমানের জন্য শাহাদাত বরণ করতেও প্রস্তুত আছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *