নেছারাবাদে গাবখান চ্যানেলের ভাঙনে বি-লীন হওয়ার পথে শতবর্ষী সাগরকান্দা হাট এবং পরিবেশ বান্ধব রেইনট্রি গাছ

নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের গাবখান চ্যানেল সংলগ্ন সাগরকান্দা হাট নদীভাঙনের কবলে পড়েছে। ইতোমধ্যে ভাঙনে হাটের একাংশ বিলীন হয়ে গেছে খালের গর্ভে। এবার হুমকির মুখে পড়েছে শতবর্ষী কয়েকটি রেইনট্রি গাছ ও হাটের অবশিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, খালের পাড় ঘেষে দাড়িয়ে থাকা শতবর্ষী রেইনট্রি গাছগুলোর শিকড় বেরিয়ে গেছে, কয়েকটি গাছ হেলে পড়েছে খালের দিকে। স্থানীয়রা জানান, এগুলো তাঁদের পূর্বপুরুষের রোপণ করা গাছ, যা শুধু পরিবেশ নয়, এলাকার ইতিহাস ও ঐতিহ্যের অংশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগরকান্দা হাট উপজেলার অন্যতম প্রাচীনতম হাট, প্রায় এক শতাব্দী ধরে এখানে সাপ্তাহিক বেচাকেনা হয়ে আসছে। প্রতিবছর এখান থেকে প্রায় চার লাখ টাকা রাজস্ব জমা হয় সরকারি কোষাগারে। এক সময়কার জমজমাট মিঠারহাট (ঘুড়ের দোকান), তরকারিপট্টি, নরসুন্দরের দোকান, মুদিমনোহারি দোকানসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান নদীভাঙনে বিলীন হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা এডভোকেট মামুন হোসেন বলেন, “এই গাছগুলো আমাদের পূর্বপুরুষের হাতে রোপণ করা। এগুলো শুধু গাছ নয়, আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। আমরা চাই সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে এই গাছ ও হাটকে রক্ষা করুক।”

একইভাবে স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ বাফার সদস্য মো: জিয়াউদ্দিন তৌহিদ বলেন, “সাগরকান্দা হাট আমাদের দাদাদের সময়ে গড়ে ওঠেছে। এই গাছগুলোও তাঁদের লাগানো। এখন হাট ও গাছ উভয়ই সরকারি সম্পদ। যদি দ্রুত নদীভাঙন রোধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে শতবর্ষের ঐতিহ্য বিলীন হয়ে যাবে।”

এদিকে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, “প্রয়োজনে সরেজমিনে পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখব। হাটের পক্ষ থেকে কেউ আবেদন করলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

স্থানীয়রা মনে করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শতবর্ষী গাছ ও ঐতিহ্যবাহী হাট দুটোই গাবখান চ্যানেলের গর্ভে হারিয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *