এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার(০২ অক্টোবর) দুপুরে উপজেলার পিপরুল সেন্টার এলাকায় একটি ধান ক্ষেত থেকে প্রাণিটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় কৃষক গাহারুল প্রামানিক জানান,তার জমিতে দেওয়া জালে আটকা পরে এই প্রাণীটি। তারপর স্থানীয়দের সাথে নিয়ে জালসহ বাজারে আনা হয় ও পরিবেশকর্মীদের খবর দেওয়া হয়।
গন্ধগোকুল উদ্ধার ও অবমুক্তের সময় উপস্থিত ছিলেন,
সভাপতি রেজাউল করিম থানা প্রেসক্লাব, সাধারণ সম্পাদক এ,কে,এম,খোরশেদ আলম,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহব্বায়ক উজ্জল রহমান,পিপরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মিঠুন দেবনাথ,পরিবেশকর্মী নাইম হোসেন,সাহিনুর রহমান নয়ন,ফিরোজ মাহমুদ রবিনসহ প্রমূখ।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন(বিবিসিএফ) এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বী জানান,স্থানীয় এলাকাবাসী,আমাদের কৃষকের জালে আটকে পরা গন্ধগোকুল উদ্ধারের জন্য খবর দেয়। আমরা আমাদের টিমসহ স্থানীয়দের সাথে নিয়ে গন্ধগোকুলটিকে উদ্ধার করি এবং প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply