মুকসুদপুরে বি-ভিন্ন পূজা মন্ডপ পরি-দর্শন করেছেন ডিসি ও পুলিশ সুপার

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান এবং জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর পৌর সভার মুকসুদপুর সদর মন্দির ও নিশাতলা দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গাপূজা পালনে সার্বিক খোঁজ-খবর নেন। 

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শনকালীন সময়ে সফরসঙ্গী হিসেবে ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) পলাশ কুমার দেবনাথ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, গোপালগঞ্জ গোয়েন্দা বিভাগ (ডিবি) এর অফিসার ইনচার্জ কামরুল হাসান সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনন্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এসময় মুকসুদপুর সদর মন্দির কমিটির সভাপতি ও বাজার বর্ণিক সমিতির সাধারণ সম্পাদক অখিল চন্দ্র সাহা, পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সহ-সভাপতি মো. হাফিজুর রহমান লেবু, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, শামচুল আরেফিন মুক্তা, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, কার্যকরী সদস্য নূর আলম শেখ ও মো.সোহেল শেখ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *