আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি -এনসিপির
ময়মনসিংহ জেলার এনসিপির মনিটরিং টিম ও জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়কগণ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন ও তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।
এ সময় এনসিপির পক্ষ থেকে পূজামন্দিরের সভাপতির হাতে উপহার তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহের ঐতিহ্যবাহী শত বছরের প্রাচীনতম দূর্গাবাড়ি মন্দিরসহ শহরের বিভিন্ন পূজা মণ্ডপ এবং মন্দির আনন্দ ও উতফোল্ল তার সাথে পরিদর্শন করেন এবং প্রতিটি মন্দির ও পূজা মণ্ডপের স্থায়ী কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের সাথে আনন্দ চিত্তে মতবিনিময় করেন।
এ সময় ময়মনসিংহ জেলার এনসিপির মনিটরিং টিম তাদের বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে গঠিত এনসিপির সমন্বয়ে কমিটিকে তিনি একসাথে কাজ করার নির্দেশনা দেন।
বিভিন্ন পুজামণ্ডপ পরিদশনকালে নেতৃবৃন্দ পুজারীদের উদ্দ্যেশ্যে বলেন, আপনারা স্বাচ্ছন্দ্যভাবে পূজা করবেন। আপনাদের পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরা সহ আমাদের নেতা কর্মীরা আপনাদের পাশে রয়েছেন, আপনাদের দায়িত্বে রয়েছি। আমরা যেমন ঈদ সুন্দর ভাবে পালন করি তেমনি আপনারা সর্ববৃহৎ দূর্গা পূজাটি স্বাচ্ছন্দ্যভাবে পালন করবেন।*
ময়মনসিংহ জেলার এনসিপির মনিটরিং টিম নেতৃবৃন্দ
বলেন, বাংলাদেশ সোহার্দ্য আর সম্প্রীতির দেশ। এখানে বৈষম্যের কোন স্থান নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই ভাই ভাই। হিন্দু সনাতন ধর্মাবলম্বীরাও এনসিপির নেতাকর্মীদের সাথে খুব আগ্রহ ও আন্তরিকতার সাথে উৎসব মুখর পরিবেশে মতবিনিময় ও আনন্দ উপভোগ করেন ।।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপি ময়মনসিংহের অন্যতম সংগঠকনমো: ইকরাম এলাহী খান সাজ, এড. এ.টি.এম মাহবুব উল আলম, মাহমুদুল হাসান সোহেল, মো: মোজাম্মেল হক, মোকাররম আদনান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরে আহবায়ক ওলি উল্লাহ, মেহেদী হাসান সিয়ামসহ স্থানীয় নেতাকর্মীরা।
,
Leave a Reply