এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নলডাঙ্গা থানা প্রেসক্লাব ও নলডাঙ্গা রিপোর্টস্ ইউনিটি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক এ,কে,এম,খোরশেদ আলম, বুধবার দুপুর থেকে তারা একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন, আগত দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান। এ সময় তাদের সাথে ছিলেন বাচ্চু কুমার সভাপতি ভুষনগাছা কালীমন্দির, সত্যেন কুমার দাস সাধারণ সম্পাদক ভুষনগাছা কালীমন্দির,
পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তারা জানান, পূজার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব শেষ হবে। এ বছর প্রতিটি পূজামণ্ডপে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানা প্রেসক্লাব ও নলডাঙ্গা রিপোর্টাস্ ইউনিটির উপদেষ্টা মন্ডলীসহ সকল সদস্যগণ। এছাড়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও পরিদর্শনকালে সঙ্গে ছিলেন।
Leave a Reply