তানোরে বিনামুল্য ছাগল বিতরণ

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ২০০ পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ও সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী মিয়ার সভাপতিত্বে আয়োজিত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নুরনাহার বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. সুমন মিয়া এবং প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০০টি পরিবারের মাঝে দুটি করে ছাগল ও একটি করে ম্যাট বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, “সরকার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।” স্থানীয়রা মনে করছেন, এ কর্মসূচি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের আর্থিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে।

এদিকে বিতরণকৃত ছাগলের মান নিয়ে উপকারভোগীরা চরম ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেন,বরাদ্দকৃত অর্থ দিয়ে এর থেকে অনেক ভাল মানের ছাগল বিতরণ করা সম্ভব ছিলো। তারা বলছে, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর যে সকল উপকারভোগীরা গরু-ছাগল পাচ্ছেন, সেটা তারা লালন-পালন করছেন কি না, এরা প্রকৃত সুবিধা বঞ্চিত কি না ইত্যাদিসহ ছাগল বিতরণ কর্মসূচি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদুক) অনুসন্ধান করা উচিৎ। এদিকে বিতরণ করা ছাগলের বিপরীতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ জানাতে অপারগতা প্রকাশ করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী বলেন, এটা সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক বলতে পারবেন।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *