এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকার সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি’র সভাপতিত্বে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে “সঞ্জীবন পাইলট প্রকল্প” বিষয়ক গুরুত্বপূর্ণ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ টেলি কনফারেন্সটি ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ রফিকুল ইসলাম, বিভিএম, পিভিএমএস, বিভিএমএস উপস্থিত ছিলেন। কনফারেন্সে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল রেঞ্জ কমান্ডার, সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট এবং নির্ধারিত ৯টি প্রকল্প এলাকার উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাগণ এ জুম প্লাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি কনফারেন্সে যুক্ত হন। এ কানফারেন্স এর মাধ্যমে বাহিনীর মহাপরিচালক বিশেষ সঞ্জীবন প্রকল্পের বাস্তবায়ন রূপরেখা সংশ্লিষ্ট সকলকে অবহিত করেন। বাহিনী প্রধান তৃণমূল পর্যায়ে সঞ্জীবন প্লাটুন গঠন, সম্ভাব্যতা জরিপ, একাধিক ক্ষুদ্র প্রকল্প ম্যাপিং, প্রকল্প কমিটি গঠন, সার্টআপ, মেন্টরিং ও কার্যকর মনিটরিং-এর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেন। এছাড়াও বাহিনীর মহাপরিচালক এ প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নে দায়িত্বশীলদের সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান এবং আনসার ভিডিপি সদস্যদের জীবনমানের সার্বিক উন্নয়ন এবং উন্নত নৈতিক গুনাবলী ও মানবিক মূল্যবোধের বিকাশ সাধনে নিষ্ঠার সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।তিনি আরো বলেন, এ সকল কার্যক্রম যাতে সুষ্ঠু ভাবে বাস্তবায়িত হয় সে লক্ষ্যে সফল রেঞ্জ, ব্জেলা, উপজেলা ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বয়ের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন স্তরের বাস্তবায়ন নিশ্চিত করা হবে। সঞ্জীবন প্রকল্প একটি ভবিষ্যৎমুখী উন্নয়ন মূলক উদ্যোগ, যা তৃণমূল পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যদের জীবনমান উন্নয়ন ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে উৎপাদন মুখী করে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে সারা দেশের আনসার ও ভিডিপি সদস্যরা তাদের জীবন মান উন্নয়ন করতে পারবে বলে আশা করা যাচ্ছে।
Leave a Reply