কি-স্তির টাকা প-রিশোধ করতে না পারা দোকানির জমি লিখে নেয়া শিক্ষকের বিরু-দ্ধে তদ-ন্তে সমবায় অফিস

নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

নেছারাবাদে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এক চা দোকানির জমি লিখে নেওয়া অভিযোগে আলোচিত সমবায় সমিতির পরিচালক ও শিক্ষক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে তদন্তে নেমেছে উপজেলা সমবায় অফিস।

জানা গেছে, উপজেলার আলকিরহাট বহুমুখী সমবায় সমিতি লি:-এর পরিচালক মিজানুর রহমান একইসাথে ৭০ নং পাটিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি শিক্ষকতার পাশাপাশি সমবায় সমিতির আড়ালে চড়া সুদের ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা সমবায় অফিসের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে মিজানুর রহমানকে তদন্ত কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়েছে। চিঠিতে আগামী ৫ অক্টোবর সকাল ১১টায় সমিতির নিবন্ধিত কার্যালয়ে ভুক্তভোগী চা দোকানি চান মিয়া ও সমিতির পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে লিখিত বক্তব্য ও দালিলিক কাগজপত্রসহ উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি বলেন, “যারা সমবায় সমিতির লাইসেন্স নিয়ে ব্যাংকের মতো ব্যবসা চালাচ্ছে এবং অবৈধভাবে ডিপিএস সংগ্রহ করছে। যা সমবায় সমিতির আইন লঙ্ঘন। তারা সমবায় সমিতি চালাতে পারবেনা। ইতোমধ্যেই আইন লঙ্ঘনকারী অনেক সমবায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে। শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার সমিতির বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়া হবে।”

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর বহুল প্রচারিত আজকের পত্রিকা-তে “কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় দোকানির জমি লিখে নিলেন শিক্ষক” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা সমবায় অফিসের নজরে আসে এবং পরবর্তীতে তদন্ত কার্যক্রম শুরু হয়।

আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *