কে এম সোহেব জুয়েল ঃ বরিশালের কাজিরহাট থানায় পূর্বশত্রুতার জের ধরে বসত ঘড়ে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে খাদ্য সামগ্রিতে কিটনাশক বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে কাজিরহাট থানার আন্ধার মানিক ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আজিমপুর গ্রামের ছরোয়ার জামানের স্ত্রী ডালিয়া বেগম -২০ এর বেলায়। এ ঘটনায় ডালিয়া বাদী হয়ে কাজির হাট থানার মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর রাবেয়া ১৯কে গ্রেফতার করেছে পুলিশ। রাবেয়া কাজির হাট থানার আন্ধার মানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের শামসুল হক সরদারের কন্যা।
মামলা দায়েরের পর আসামী রাবেয়াক (১৯),কে ০১ অক্টবার ২০২৫ ইং রাত ০২.২০ মিঃ কাজিরহাট থানাধীন আজিমপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট থানার এস আই মজিবর তার সঙ্গীয় ফোর্স নিয়ে আসামী রাবেয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে বলে জানিয়েছেন কাজিরহাট থানার পুলিশ এসআই মোঃ মজিবর রহমান
অপরদিকে গ্রেফতাকৃত আসামী রাবেয়া বাদী ডালিয়ার সম্পর্কে বড় জ্যা হয় বলে এমন তথ্য নিশ্চিত করেছেন পুলিশ।
সুত্র মতে আরো জানাগেছে পূর্ব শত্রুতার জের ধরে আসামী বিভিন্ন সময় বাদী ডালিয়ার অগোচরে কাউকে কিছু না জানিয়ে তার বাসা থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতো। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ মিমাংশা হয় এবং আসামী রাবেয়ার নিকট হতে বাদীর ডালিয়ার জিনিসপত্র একাধিকবার ফেরত নেওয়াও হয়। তার প্রেক্ষিতে আসামী রাবেয়া বাদীকে বিভিন্ন সময় গালিগালাজ করে এবং বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়া ঝগড়া বিবাদ সৃষ্টি করার চেষ্টা করে। বাদী ডালিয়া তাহার প্রতিবাদ করায় আসামী বাদীর উপর ক্ষীপ্ত হতে থাকে এবং আরো বেশি উত্তেজিত হইয়া তার ক্ষতিসাধন করার সুযোগ খুঁজে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং দুপুর অনুমান ০১ টার সময় গ্রেফতারকৃত আসামী রাবেয়া পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বাদী ডালিয়ার বসতঘরে ঢুকে খাবার পানির কলসিতে ও রান্না করা ডালের ভিতর কিটনাশক বিষ মিশিয়ে রাখে। বাদীর শিশু ছেলে ওসমান (৪) পানি খেতে চাইলে বাদী পানি ঢেলে খাওয়াতে গেলে পানি থেকে কিটনাশক বিষের গন্ধ বের হয়। এ ঘটনায় মামলা দায়েরের পরে আসামী রাবেয়াকে ধরতে সক্ষম হয় পুলিশ।
Leave a Reply