ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫ উপলক্ষে পোষা কুকুর ও বিড়ালের জলাতঙ্ক রোগের ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটায় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তার দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনটিতে প্রায় একশো পোষা প্রাণীকে জলাতঙ্ক রোগের ভ্যাক্সিন বিনামূল্যে প্রদান করা হয়।নলছিটির বিভিন্ন এলাকা থেকে পোষা বিড়াল নিয়ে উপস্থিত হন এবং বিনামূল্যে ভ্যাক্সিন দিয়ে নেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমীন।এসময় তিনি উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের দুগ্ধজাত পণ্যের মান যাচাই এবং পশু প্রানীর রোগ নির্নয়ে স্থাপন করা ল্যাবরেটরি পরিদর্শন করেন এবং ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করে।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:আবু সালেহ মোহাম্মদ ইফাদ ইশতিয়াক,ভেটেরিনারি সার্জন ডা:সুব্রত সিকদার।উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply